এই মাত্র পাওয়াঃ জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট !!
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের পর পরবর্তী জোটগত পরিকল্পনা করতে বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জোটের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
ফ্রন্টের একাধিক সূত্র বলছে, জোটের অন্যতম প্রধান শরিক বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের দুই বছর পূর্ণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। দিবসটিকে সামনে রেখে কর্মকৌশল ও কর্মসূচির কথা চিন্তা করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা সিটির নির্বাচনে সংঘটিত অনিয়মের প্রতিবাদ আরও কীভাবে করা যাবে, তারও একটি রূপরেখা নিয়ে আলোচনা হবে বৈঠকে।
সূত্রঃ বিডি২৪লাইভ