একদিনেই বাংলাদেশের ঘরে এলো ৩ স্বর্ণ !!
আরও একটি স্বর্ণপদক জিতল বাংলাদেশ। এসএ গেমসের ১৩তম আসরে এ নিয়ে বাংলাদেশের অর্জন ৪ টি স্বর্ণ। মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণি কুমিতে সেরা হয়েছেন হুমায়রা আক্তার অন্তরা। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন বাংলাদেশি এই অ্যাথলেট।
এবারের এসএ গেমসে এটি বাংলাদেশের চতুর্থ স্বর্ণপদক। অন্তরার আগে মঙ্গলবার কারাতের নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে মারজান আক্তার প্রিয়া এবং পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে আল আমিন স্বর্ণ জিতেছেন। এছাড়া সোমবার তায়কোয়ান্দোতে স্বর্ণ জেতেন দিপু চাকমা।