একদিনে করোনায় আ’ক্রান্ত আরও ৮৫ জন পুলিশ সদস্য !!
এখন সারাদেশে পুলিশে করোনাভা’ইরাসে আ’ক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে আরো ৮৫ জন পুলিশ সদস্য গত ২৪ ঘণ্টায় করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত পুলিশে আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯৪ জনে। গত শনিবার পর্যন্ত করোনায় আ’ক্রান্তের সংখ্যা ছিল ১৫০৯। পাশাপাশি করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৭ জন পুলিশ সদস্য।
আজ ১০ মে রবিবার পুলিশ সদর দফতরের দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হয়েছেন। ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১০ মে এই তথ্য আপডেট করা হয়েছে। আ’ক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৭৪৫ জন। আ’ক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
এ ব্যাপারে ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুই জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আ’ক্রান্ত হয়েছেন।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আ’ক্রান্ত সন্দেহে আরও ১০৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আ’ক্রান্তদের সংস্পর্শে আসায় ২৮৭০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১৪৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, করোনার সংক্রমণ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে পুলিশের দুই লক্ষাধিক সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এটা করতে গিয়েই অনেক সদস্য আ’ক্রান্ত হচ্ছেন।