একসঙ্গে ২৭১ জুটির বিয়ে হয়েছে যেখানে !!
বিভিন্ন ধর্ম ও গোত্রের ২৭১ যুগল। তারা একসঙ্গে এবং একইদিনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। আড়াই শতাধিক যুগলের জন্য আয়োজনও ছিল একটাই। তবে শুধু এবছর নয় ভারতের গুজরাট রাজ্যের সুরাজে গত নয় বছর ধরে এমন বিয়ের আয়োজন করা হচ্ছে। গতকাল শনিবার এসব দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, গতকালের ওই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন গুজরাট রাজ্য সরকারের মন্ত্রী ভূপেন্দ্র সিং ও গণপত সিং বাসুভা। আয়োজনে অংশ নেয়া যুগলরা মালা বদল ও নিজ রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাদের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী যুগলও ছিলেন, যারা নিজ ধর্মমতে বিয়ে করেন।
কালকের ওই আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এক নারী বার্তা সংস্থা এএনআই-কে বলেন, ‘আমার কোনো ভাই-বোন নেই। আমি এই অনুষ্ঠানের কাছে চিরকৃতজ্ঞ। আয়োজকরা অসম্ভবন সুন্দর আয়োজন করেছেন। আর এই আয়োজনে অংশগ্রহণে আমাকে সমর্থন দেয়ার জন্য আমি আমার বাবাকে ধন্যবাদ দিতে চাই।’
নববিবাহিত এক দম্পতিকে নিজের মেয়ে-জামাই উল্লেখ করে মহেশ সাভানি নামের এক আয়োজক বলেন, ‘আমরা বিভিন্ন গোষ্ঠীর সহায়তায় ও সম্মিলিতভাবে অনেক বছর ধরে এই বিয়ের অনুষ্ঠান আয়োজন করছি। এ বছর সার্বিক নিরাপত্তায় উৎসাহিত করতে আমরা বরের পরিবারের লোকজনকে হেলমেট দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই আয়োজনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন অংশ নেন কিন্তু কোনো কিছুর ওপর ভিত্তি করে কারও সাথে বৈষম্য করা হয় না। গোটা ভারতের যেকোনো জায়গা থেকে মানুষ এখানে এসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।’