এক নজরে দেখে নিন, এবারের আসরের ঢাকা দলকে !!
এবারের বিপিএলকে সাজানো শুরু করেছে প্রত্যেকটি দল। সেই হিসেবেই দল সাজানো শুরু করেছে ঢাকাও। আর সেই দলেই রয়েছে এক-একাধিক চমক।
অলরাউন্ডের দিক দিয়ে সবচেয়ে শক্রিশালী ঢাকা। এই বিভাগেই সবচেয়ে শক্তিশালী ঢাকা প্লাটুন। একঝাঁক অভিজ্ঞ ও টি২০ স্পেশালিস্ট অলরাউন্ডার দিয়ে বৈচিত্র্যময় করেছে নিজেদের স্কোয়াড। দেশিবিদেশি অফ/লেগ স্পিন ও মিডয়াম পেস/পেস মিলিয়ে সবধরনের অলরাউন্ডার রয়েছে।
বিদেশি পেস অলরাউন্ডারদের মধ্যে বিশ্বজুড়ে টি২০ ফেরিওয়ালা ডেথ বোলিং স্পেশালিষ্ট ও স্লগ হার্ডহিটার শ্রীলঙ্কান থিসারা পেরেরার সাথে তরুন ইংলিশ মিডিয়াম পেস অলরাউন্ডার লুইচ রিচ রয়েছে ঢাকা প্লাটুনে। বিদেশি স্পিন অলরাউন্ডারও নিজেদের স্কোয়াডে নিয়েছে ঢাকা। ধুমধাড়াক্কা হিটিং ও ইকোনোমিক্যাল লেগ স্পিন বোলিং দিয়ে বরাবরি বিপিএলে ভালো পারফরমেন্স করা পাকিস্তানি সুপারস্টার শহীদ খান আফ্রিদিও ঢাকা প্লাটুনের স্কোয়াডে।