এক লাফে চতুর্থ স্থানে গেলেন টাইগাররা !!
বাংলাদেশের মাটিতে ক্যারিবীয়দের সাম্প্রতিক রেকর্ড স্বস্তিকর নয়। তবে জিততে সেরাটা দিবে তাতে কোন সন্দেহ নেই।নতুন খবর হচ্ছে, ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে দুর্দান্ত জয় পেল স্বাগতিক বাংলাদেশ।
এদিকে,সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের যাত্রা শুরু করলো সাকিব-তামিমরা। সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়ে এক লাফে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে বসেছে বাংলাদেশ।