ব্যবসা বাণিজ্যে ভারতীয়দের পেছনে ফেলে এগিয়ে প্রবাসী বাংলাদেশিরা !!
কাতারে এশিয়ান টাউন প্লাজা মহলে ভারতীয়দের পেছনে ফেলে প্রবাসী বাংলাদেশিদের জয়জয়কার। সেখানে ব্যবসা বাণিজ্যে ভারতীয়দের পেছনে ফেলে এগিয়ে প্রবাসী বাংলাদেশিরা। অধিকাংশ দোকানপাটই বাংলাদেশিদের মালিকানাধীন রয়েছে।
কাতারে শিল্পনগরীর পাশে এশিয়ান টাউন প্লাজা মহল। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে বাংলাদেশ গ্যালারি। এই গ্যালারি দেখে বোঝা যায় এখানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের আধিপত্য।এক সময় বেশিরভাগ দোকানপাট ভারতীয়দের দখলে থাকলেও বর্তমানে তাদেরকেও পিছনে ফেলে বাংলাদেশিরা এগিয়ে আছে বলে জানালেন প্রবাসীরা।
প্লাজা মহলের দোকানে বিক্রির জন্য বাংলাদেশ থেকে গার্মেন্টসসহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন বলে জানালেন প্রবাসী ব্যবসায়ীরা।মধ্যপ্রাচ্যের দেশ গুলোর মধ্যে কাতার একটি নিরাপদ রাষ্ট্র। দেশটির উন্নয়ন চোখে পড়ার মতো। যে কেউ চাইলে এ দেশে একজন কাতারি স্পন্সর নিয়ে সামান্য পুজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।