‘এত বড় সর্বনাশ কে করল আল্লাহই জানেন’ !!
ভোলা জেলা চরফ্যাশন উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।সোমবার রাতে উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এর পরই আক্ষেপ করে পুকুর মালিক নাছির মুন্সী বলেন, ‘ আমার এত বড় সর্বনাশ কে করল আল্লাহই জানেন। আমি পথে বসে গেলাম।’
এলাকাবাসী সূত্র জানায়, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া গ্রামের নাছির মুন্সী মেইন রাস্তার পাশে পুকুরটি ছিল। পুকুরে দেড় লাখ টাকা ব্যয়ে প্রায় এক লাখ তেলাপিয়ার পোনাসহ বিভিন্ন প্রকার মাছের চাষ করা হয়। মাছগুলো কিছু দিন পরেই বিক্রি করতেন নাছির মুন্সী।
রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে।নাছির মুন্সী জানান, পূর্ব শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে। এ পর্যন্ত তার হিসাব অনুযায়ী দুর্বৃত্তরা দেড় লাখ টাকার মাছ মেরে ফেলেছে। তিনি এ ঘটনায় দক্ষিণ আইচা থানায় একটি অভিযোগ করবেন বলেও জানিয়েছেন।