এবারের বিপিএলে যেমন হলো চট্টগ্রাম দল !!
এবারের বিপিএলের আসর শুরু হতে যাচ্ছে আর বেশ কিছুদিন পরেই। এবারের বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবির পক্ষ থেকেই। তাই এবারের বিপিএলের মালিকাধীন বিসিবি থাকলেও স্পন্সরের দায়িত্ব থাকছে আকতার গ্রুপ।
দলটিতে আছেন বিপিএলের গত আসরের শিরোপাজয়ী অধিনায়ক ইমরুল কায়েস। ইনিংস উদ্বোধনের দায়িত্ব তাঁর কাঁধেই উঠতে পারে। তাঁর সঙ্গে আছেন চট্টগ্রামের স্থানীয় ওপেনার পিনাক ঘোষও।অভিজ্ঞ ওপেনিং ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকীকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। এ ছাড়া বিপিএলের শুরুর দিকে দলের সঙ্গে না থাকলেও শেষ ভাগে খেলবেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল।
আরেক ক্যারিবিয়ান ওপেনার লেন্ডল সিমন্স অবশ্য শুরু থেকেই থাকবেন। ৩৪ বছর বয়সী এই ডানহাতি ওপেনার নিয়মিতই ওপেন করতে পারেন বিপিএলে। শ্রীলঙ্কার ২১ বছর বয়সী ওপেনার আভিস্কা ফার্নান্দোকেও দলে ভিড়িয়েছে চট্টগ্রাম।
দলে থাকা ছয় ওপেনারের মধ্যে শীর্ষ চার ব্যাটসম্যান অনায়াসেই বাছাই করতে পারে চট্টগ্রাম। আভিষ্কা, জুনায়েদ বা ইমরুল- এদের প্রত্যেকেই তিন বা চার নম্বরে নেমে ইনিংস নিয়ন্ত্রণ করার সামর্থ্য রাখেন। তবে এখানে দেখার বিষয় এই যে এই দল কেমন করে এবারের বিপিএলের এই দলটি।