এবারের বিপিএলে লজ্জার রেকর্ড গড়লেন নাসির !!
এবারের বিপিএলে এবার যে বেশ লজ্জার রেকর্ডেই গড়লেন নাসির হোসেন। এক ম্যাচের এক ওভারে সবচেয়ে বেশি রান দিয়ে এবারের বিপিএলে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেক্ররড গড়লেন তিনি।
আজ বিপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড গড়লেন একসময় জাতীয় দলের নিয়মিত তারকা নাসির হোসেন। ঢাকা প্লাটুনের বিপক্ষে আজ নিজের ৪ ওভারে ৬০ রান দিয়েছেন নাসির৷
তার মধ্যে নিজের চতুর্থ ও শেষ ওভারে মাশরাফির কাছে এক ওভারে টানা ৩ ছক্কা ও ১ চার খাওয়ার মাধ্যমে দেন ২৩ রান। তার এই ওভারটিই ছিল আজকের ম্যাচে সবচেয়ে খরুচে ওভার।