এবার আলোচনায় আসলেন নুসরাত ফারিয়া !!
সময়ের সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী ঢালিউডে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তার মধ্যে নুসরাত ফারিয়া অন্যতম। বিভিন্ন কারনে বরাবরই তিনি আলোচনার শীর্ষে থাকেন। ফের আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে একটি সেলফি প্রকাশ করেন এই নায়িকা। ৭১ লাখেরও বেশি ফলোয়ারের পেজে প্রকাশ করা নতুন সেলফিতে দেখা গেছে বিছানার পাশেই রয়েছেন তিনি। জিন্স প্যান্টের সঙ্গে খোলা পেটের টপস পরনে তার। এক হাত পকেটে নিয়ে আরেক হাতে ধরে আছেন মোবাইল।
এদিকে, অনেকে প্রশংসা করছেন নুসরাত ফারিয়ার ছবিতে তার লুকের। অনেকে আবার খোলামেলা পোশাকের জন্য বকেও দিচ্ছেন। কেউ কেউ রসিকতা ছড়াচ্ছেন আজকের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে।
প্রসঙ্গত, বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস হিসেবে উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে ব্যাপক পরিচিত নুসরাত ফারিয়া। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন হালের এই জনপ্রিয় নায়িকা।