এবার করোনাভাইরাসে চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য পেল ভিয়েতনাম !!
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ্য করে তুলতে অভিনব সাফল্য পেয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনাম। চীনের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সুসম্পর্ক থাকা দেশটিতে গত মাসে ১৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। তবে হাসপাতালে সুচিকিৎসায় এদের সবাই করোনাভাইরাস মুক্ত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সে হিসেবে বিশ্বে প্রথম দেশ হিসেবে ভিয়েতনামই করোনাভাইরাসে আক্রান্ত সব রোগীকে সুস্থ করে তুলতে পারল। আলজাজিরা জানায়, ওই ১৬ জন কে ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা নিশ্চিন্তে বাড়িতে স্বজনদের কাছে চলে গেছেন। ওই ১৬ জনের মধ্যে ৭৩ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তিও ছিলেন। এমন সাফল্যের পর দেশটির চিকিৎসকরা বেশ প্রশংসা পাচ্ছেন।