এবার চীন থেকে মা-বাবার জন্য পেঁয়াজ নিয়ে এলেন মেয়ে !!
বিদেশ গেলে মানুষ মা-বাবা অথবা আত্নীয়-স্বজনের জন্যে কত কিছুই না আনে। মাঝে মাঝে বাবা-মাও সন্তানের কাছে আবদার করেন কিছু নিয়ে আসতে। তাই বলে বিদেশ থেকে পেঁয়াজ আনার কথা বলতে কেউ কাউকে শুনেছে! এমনই এক ঘটনা ঘটেছে ঢাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রাজীউন তিসার সাথে। তিনি গিয়েছিলেন চীন। ফেরার আগে ভাবলেন বাবা-মায়ের জন্যে কিছু উপহার নেবেন। এরপর মোবাইলে
বাবাকে কল দিয়ে জানতে চাইলেন, ‘বাবা এবার তোমাদের জন্য কী আনব?’ বাবার উত্তর, ‘যদি প্রয়োজনীয় কিছু আনতে চাও, তাহলে কয়েক কেজি পেঁয়াজ নিয়ে এসো। এখানে (ঢাকার সেগুনবাগিচা) পেঁয়াজের দাম ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।’ তিসা সত্যি সত্যিই পেঁয়াজ কিনে নিয়ে আসেন। অবশ্য বাংলাদেশের তুলনায় চীনে পেঁয়াজ বিক্রি হচ্ছে পানির দরে, ঢাকায় যে পেঁয়াজ ২৫০ টাকা কেজি চীনে সেটাই মাত্র ৩৮ টাকা কেজি।
তিসা জানান, চীনের একটা গ্রোসারি দোকান থেকে পেঁয়াজ কিনতে গিয়ে দেখি তার কাছে ১১ কেজিই আছে। দোকানি অবাক হয়ে দেখল আমার পেঁয়াজ কেনা। ১১ কেজি হবার পর একটা পেঁয়াজ বেশি ছিল, সেটাও গিফট হিসেবে দিয়ে দিয়েছে। দোকানির হাসি দেখে মনে হয়েছে কোনো বিদেশি ভ্রমণে গিয়ে তার কাছ থেকে কোনোদিন এতো পেঁয়াজ কিনেনি।