এবার জরিমানা গুনলেন সৃজিত !!
কিছুদিন আগে বাংলাদেশি গায়িকা, মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে প্রেম-বিয়ে নিয়ে বেশ আলোচনায় রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার আলোচনায় এসেছেন জরিমানা গুণে।
জানা যায়, শুটিংয়ের জন্য ড্রোন ওড়ানোয় সৃজিতকে জরিমানা গুণতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের জলপাউগড়িতে তাকে ২০ হাজার রুপি জরিমানা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা শুক্রবার এ খবর দিয়েছে।
তাদের খবরে বলা হয়েছে, জলপাইগুড়ির লসা রেঞ্জের পানঝোড়া বস্তি লাগোয়া জঙ্গল এলাকায় চলছিল ফেলুদা ওয়েব সিরিজের শুটিং। পাশেই মূর্তি নদী। নদীর পাশেই ড্রোন উড়িয়ে নেয়া হচ্ছিল বিভিন্ন শট। বনবিভাগের দুই কর্মী বাধা দেন টিম ‘ফেলুদা ফেরত’কে। সাময়িকভাবে ব্যাহত হয় সিনেমার শুটিং।
এ ব্যাপারে বন বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘একাধিক অভয়ারণ্য এবং সেনা ছাউনি থাকার কারণে উত্তরবঙ্গ এমনিতেই খুব স্পর্শকাতর জায়গা। শুটিংয়ের ওই দলটির কাছে ড্রোন ওড়ানোর কোনও অনুমতি ছিল না। বন দপ্তরের কর্মীরা ড্রোন ওড়াতে দেখে বিষয়টিতে বাধা দেন। নিয়মমাফিক জরিমানাও করা হয়েছে।’