এবার ট্রাম্পের পক্ষ নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী !!
শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনী একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ইরান এরই মধ্যে এ ঘটনার জন্য ‘চরম প্রতিশোধ’ নেয়ার কথা বলেছে।
(৬ জানুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ইরানের জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুতে যুক্তরাজ্য শোকাহত নয়। তবে ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত না করে সংযত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বলেছেন, এ (মধ্যপ্রাচ্য) অঞ্চলের জন্য হুমকি ছিলেন ইরানের জেনারেল কাসেম সোলাইমানি। মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক ও অস্থিতিশীল আচরণের জন্য তিনিই দায়ী ছিলেন। সুতরাং সোলেইমানি নিহত হওয়ায় আমরা শোকাহত নই।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, বিশ্বের যেকোন স্থানে মার্কিনীদের ওপর হামলা চালালে তার কড়া জবাব দেয়া হবে।