এবার ট্রাম্পের পরিকল্পনার বি’রুদ্ধে প্রস্তাব পাস করল পাকিস্তান !!
ফিলিস্তিন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ঘোষিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা সমঝোতা প্রত্যাখ্যান করে পাকিস্তান সংসদে একটি প্রস্তাব পাস হয়েছে।
দেশটির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেট সর্বসম্মতভাবে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্র’ত্যাখ্যান করে এর বি’রুদ্ধে প্রস্তাবনা পাস করে।পাকিস্তান জামায়াতে ইসলামির সিনেটর মুশতাক আহমদ খান উত্থাপিত প্রস্তাবটি ১০৪ আসনের সিনেটে সব সরকারি এবং বি’রোধী সদস্যদের সমর্থন পায় বলে পিটিভির বরাতে আনাদলু এজেন্সি জানিয়েছে।
প্রস্তাবনায় জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা সমঝোতা বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ শান্তি পরিকল্পনা নিপীড়িত ফিলিস্তিনিদেরকে তাদের নিপীড়কদের কাছে অবমাননাকর আ’ত্মসমর্পণ হিসেবে দেখছেন সিনেটররা।
ফিলিস্তিন ইস্যুর একটি ন্যায্য ও শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়ে এতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের ভিত্তিতেই ফিলিস্তিন স’ঙ্কটের সমাধান করতে হবে। এছাড়া অন্য কোনো সমাধান গ্রহণযোগ্য নয়।সিনেটে পাস হওয়া প্রস্তাবে ফিলিস্তিনিদের বৈধ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সর্বসম্মত কৌশল গ্রহণে ওআইসি’র জরুরি সম্মেলন ডাকার জন্য পাকিস্তান সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ জানুয়ারি হোয়াইট হাউসে ইসরাইলঘেঁষা একপেশে কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ উত্থাপন করেন।
এ সময় তার পাশে উপস্থিত ছিলেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত ফিলিস্তিনি ইস্যুকে চিরতরে বিশ্বের রাজনীতি থেকে মুছে ফেলার উদ্দেশ্যে দাম্ভিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পরিকল্পনা উত্থাপন করেছেন।
ন্য’ক্কা’রজনক এ পরিকল্পনায় মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসিজদের শহর বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী ঘোষণা করা হয়েছে।সেই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন এবং ফিলিস্তিনি প্র’তি’রোধ যো’দ্ধা’দের সংগ্রাম করার অধিকার কে’ড়ে নেয়া হয়েছে।
ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও প্র’তিরোধ সংগঠন এ পরিকল্পনা ঘৃ’ণাভরে প্র’ত্যাখ্যান করেছে। এছাড়া ওআইসি, আরব লীগ এবং ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনার নি’ন্দা জানিয়েছে।