এবার তামিমকে যে পরামর্শ দিলেন ডমিঙ্গো !!
পাকিস্তান সফরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে পুরো টিম। সেই টিওমে থাকছেন তামিমও। কিন্তু তামিম যে এখন ফর্মে নেই। তবে ডমিঙ্গো যে এবার সরাসরিই পরামর্শ দিলেন তামিমকে।
এই ব্যাপারে তিনি বলেন ,’ আমি এই প্রথমবারের মতো করেওই তামিমের সাথে যাচ্ছি। এর আগের সফরগুলোতে আমার তামিমের সাথে আর যাওয়া হয়নি। আমি মনে করছি এবার তামিম খুব পজিটিভলিভাবে খেলবে।
আমিও সেটা চাই যে সে খুব পজিটিভলিভাবে খেলুক।’উল্লেখ্য যে, আগামী ২৪শে জানুয়ারী থেকেই শুরু হতে যাচ্ছে এই আলোচিত সিরিজ।