এবার দক্ষিণ আফ্রিকায়ও মাহফিল করবেন আজহারী !!
বর্তমান সময়ের আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আল আজহারী। জনপ্রিয় ইসলাম প্রচারক ও বক্তা মিজানুর রহমান আজহারীর ইংরেজি শব্দ উচ্চারণ আর সমসাময়িক বিষয় নিয়ে তার উপস্থাপিত বক্তব্য ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয় কেড়েছে।
সকাল কী সন্ধ্যা, দুপুর কী মধ্যরাত, কাকডাকা ভোর বা রাঙা প্রভাত যখনই যেখানে যাচ্ছেন লোকজন পঙ্গপালের মত ছুটছে, তাঁকে দেখতে, শুনতে। শুধু কি তাই, আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত কিংবা মুর্খ, গবেষক থেকে প্রভাষক, ডাক্তার থেকে প্রফেসর, সাংবাদিক থেকে প্রাবন্ধিক, আস্তিক অথবা নাস্তিক সবার মুখেই আলোচনা অথবা সমালোচনা।
বাংলাদেশে জনপ্রিয়তা ছাড়িয়ে এবার দক্ষিণ আফ্রিকায়ও তাফসীরুল কোরআন মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী। মাহফিল করতে দক্ষিণ আফ্রিকায় আসার আগ্রহও প্রকাশ করেছেন আগামী ১০-২০ এপ্রিল।জানা যায়, মাহফিল উপলক্ষ্যে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জোহানসবার্গের মেফিয়ার আল-হামরা কমিউনিটি মতবিনিময় বৈঠকে উপস্থিত সকল প্রবাসী সংগঠন।
শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ, কেপটাউন, ডারবান, পোর্টএলিজাবেথসহ বড় বড় শহরগুলিতেও আজহারী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।