এবার নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন অজয় দেবগন !!
ভারতের চলমান সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে নীরবতা ভেঙেছেন বলিউড সুপারস্টার অজয় দেবগন। তবে অজয় দেবের বক্তব্যের মূল বিষয় হিসেবে উঠে এসেছে সহিংসতা।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি পাশ হওয়া এই আইনকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলন ছড়িয়ে পরেছে। দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই অবনতির দিকে যাছে। সহিংসতাকে নিরুৎসাহিত করে অজয় বলেন, ‘দুই পক্ষেরই অধিকার রয়েছে। তবে সহিংসতা কোনো কিছুর সমাধান দিতে পারে না।
‘সহিংসতা কোনো সমাধান নয়। কারণ এতে আমরা আমাদের দেশের ক্ষতি করছি। কথা বলার সময় আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ভুল পদ্ধতিতে কারো সমালোচনা করতে পারি। এমনকি এতে আমরা ভুল এথবা সঠিক লোককে জড়াতে পারি। যতক্ষণ পর্যন্ত আমরা না জানছি যে কী ঘটছে, ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলতে পারব না’
এদিকে অজয় অভিনীত ‘তানহাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিটি মুক্তি পাবে নতুন বছরের ১০ জানুয়ারী। এই ছবিতে তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাঁর স্ত্রী কাজল।