এবার নি’র্যাতিত উইঘুর মুসলিমদের পাঁশে দাঁড়ালেন এরদোয়ান !!
বর্তমান বিশ্বের আলোচিত মুসলিম নেতা এরদোয়ান। বরাবরই তিনি মুসলিমদের পাঁশে থাকেন। তারই ধারাবাহিকতায় এবার নির্যাতিত উইঘুর মুসলমানদের পাঁশে দাঁড়িয়েছেন তিনি।
সম্প্রতি, বেজিংয়ের উইঘুর মুসলমান বিরোধী মনেভাবের কড়া নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের পক্ষ থেকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চীনকে বলেছেন, উইঘুর, তুর্কিরা এখন চীনা নাগরিক, তাই চীনের উচিত হবে তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুর্কি, উইঘুর, হান, বৌদ্ধ বা খ্রিস্টান, কোনো ধর্মের বা জাতির মানুষকেই উগ্রবাদী বলে ঠাউর করা উচিত নয়। সব জাতি বা গোষ্ঠী থেকেই সন্ত্রাসীরা উঠে আসতে পারে।