এবার প্রথমবারের মত আইপিএল মাতাবেন সাইফউদ্দিন !!
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলের আসর। সেখানে খেলতে অনেক ক্রিকেটারই স্বপ্ন দেখেন।
নতুন খবর হচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলামে উঠছে ৪ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নিলামের জন্য নির্ধারিত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বিসিসিআই।
নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া ৪ জন বাংলাদেশি ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।উল্লেখ্য, এর আগে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান খেললেও এই প্রথম আইপিএল চূড়ান্ত তালিকায় সাইফউদ্দিন।