এবার বাংলাদেশকে নতুন প্রস্তাব জানালো পিসিবি !!
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনার। তার মাঝেই যে এবার বাংলাদেশকে নতুন প্রস্তাব দিলো পিসিবি। আর সেটা যে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারেই।
দুই টেস্ট খেলতে হলে বাংলাদেশকে পাকিস্তানের মাটিতে অনেক দিন থাকতে হবে। কিন্তু এতটা সময় থাকতে রাজি নয় বাংলাদেশ। তাই তারা প্রস্তাব পাঠিয়েছে একটি টেস্ট ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার জন্য।আগামী ১২ জানুয়ারি (রোববার) যে বোর্ড পরিচালক পর্ষদের সভা আছে, তাতেই আসলে নির্ধারিত হবে টাইগারদের পাকিস্তান সফরের ভাগ্য।
ওদিকে পিসিবি এখনো অনড় দুই টেস্টের প্রস্তাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভাবটা এমন, বাংলাদেশকে পাকিস্তান আসতে হলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতেই আসতে হবে। আর বিসিবির কথা, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়া সম্ভব নয়। সেটা খেলতে গেলে দুই সপ্তাহের বেশি সময় থাকতে হবে।