এবার বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন তামিম-সাকিব-মাশরাফি !!
গতকাল শেষ হয়েছে বিপিএলের আসর। এই আসর শেষেই এবার যে ইজতেমায় যোগ দিলেন তামিম-সাকিব-মাশরাফিরা। এমন ছবিই যে এবার অনলাইনে ভাইরাল হয়েছে।
শনিবার রাতে সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ আরও কয়েকজন ক্রিকেটার ইজতেমা ময়দানে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার (নিজামউদ্দিন মারকাজের) সুরা সদস্য মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।সায়েম আরও জানান, নিজামউদ্দিন মারকাজের সা’দ অনুসারীদের আয়োজনে ১৭ জানুয়ারি থেকে তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। ১৯ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমা।
এ দফার দ্বিতীয় দিনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান ও শাহরিয়ার নাফিজ ইতোমধ্যে ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন।