এবার মোদিকে ধুয়ে দিলেন রাহুল গান্ধি !!
শনিবার (১৪ ডিসেম্বর) দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত কংগ্রেসের ‘ভারত বাঁচাও’ সমাবেশের মঞ্চে রাহুল গান্ধি বলেছেন, নরেন্দ্র মোদি একাই ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করছে। ‘কালো টাকা’ আটকাতেই রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছে। এখনও পর্যন্ত ভারতীয় অর্থনীতি এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারেনি।
এ সময় রাহুল গান্ধি বলেন, একটা সময় ছিল যখন এই দেশে ৯ শতাংশ হারে বৃদ্ধি হয়েছিল, লোকেরা চিন ও ভারতের সাফল্যের গল্প একসঙ্গে বলতো। এখন আমাদের দেশের দিকে তাকান। এখন এখানে দেশের মানুষ হাতে পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে। পেঁয়াজ ২০০ টাকা কেজিতে পৌঁছেছে, দেশ জুড়ে পেঁয়াজের মূল্যবৃদ্ধির দিকেও ইঙ্গিত করেন রাহুল গান্ধি।’
একই সমাবেশে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে তীব্র আক্রমণ করে প্রিয়াঙ্কা বলেন, আমি আপনাদের সবাইকে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।