এবার মোস্তাফিজের ‘বাজে’ ফর্ম নিয়ে মুখ খুললেন হাবিবুল বাশার !!
বুধবার(১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। বিপিএলে প্রথম ম্যাচে নেমেই তেতো অভিজ্ঞতা হয় মোস্তাফিজের। শেষ ওভারে টানা চার ছক্কা মারেন লঙ্কান ব্যাটসম্যান শানাকা।
এদিকে, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে মোস্তাফিজের ‘বাজে’ ফর্ম নিয়ে মুখ খুলেছেন, হাবিবুল বাশার। তিনি বলেছেন, ’আমার মনে হচ্ছে ওকে চিন্তা করতে হবে। কোচ হয়তো তাকে বলবে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিকেটারদেরও বোঝা উচিত আমার কীভাবে বোলিং করা উচিত। কাল যদি দেখি দুই ওভার সে দারুণ বোলিং করেছে। শেষ দুই ওভারে সে অনেকটা প্রেডিক্টেবল। একই লেন্থে বোলিং করছে, একইভাবে মার খাচ্ছে।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।