এবার যে চরিত্রে দেখবেন পূর্ণিমা’কে !!
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে।
এরই মধ্যে মানিকগঞ্জে শুটিংও করে এসেছেন। ঢাকায় ফিরে শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করলেন অভিনেত্রী, ‘বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে দেখা যাবে আমাকে।
তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারা দেশে আন্দোলন করে বেড়ান। আর আমি ঘরে বাচ্চাদের সামলাই। তখন মাত্র শেখ কামাল হয়েছে। সেই সময়টাতে বাচ্চাকে সময় দেওয়া তো দূরের কথা, বঙ্গবন্ধু ব্যস্ত হয়ে পড়েন দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে। মন খারাপ না করে তাঁকে উৎসাহ দিয়ে যাই।
খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। ঠিক কতটা মানিয়ে নিতে পেরেছি তা দর্শক বলতে পারবেন। তবে এমন একটা চরিত্রে আমাকে পছন্দ করার জন্য জুয়েল ভাইকে ধন্যবাদ।’ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আহমেদ রুবেলকে।