এবার লিখিত অভিযোগ দায়ের করলেন মেয়র প্রার্থী ইশরাক !!
ঢাকায় দুই সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই রাজধানীর রাজনৈতিক মাঠ উত্তপ্ত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে । গত শুক্রবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দুটি মৌখিক অভিযোগ করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। এবার তিনি দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ইশরাক এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে এর আগে ইশরাক হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতারি পরোয়না ছাড়াই সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে।
একই সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুস সাহেদ মন্টুর কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা হুমকি দেয়। এ দুই অভিযোগ আমরা মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়েছি। শনিবার আমরা লিখিতভাবে অভিযোগ করব।