এবার সেই আলোচিত ফিক্সিং নিয়ে মুখ খুললেন গাঙ্গুলি !!
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেই বেশ সুনাম আছে গাঙ্গুলির। বেশ কিছুদিনের জন্য দায়িত্ব নিয়ে বেশ ভালো সুনামেই অর্জন করেছেন তিনি।
এর মাঝেই ভারতীয় ক্রিকেটের স্বচ্ছ ভাবমূর্তি নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। সেই ধা’ক্কা সামলাতে না সামলাতেই এবার কেপিএলে গড়াপেটার অভিযোগ। কর্ণাটক প্রিমিয়ার লিগে রাঘব বোয়ালদের নাম উঠে আসতেই টুর্নামেন্ট ব’ন্ধ করে দেওয়ার আওয়াজ তোলা হয়েছে।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী প্রথমবার এজিএমের পরেই জানিয়ে দিলেন, দু’র্নী’তির অভিযোগ উঠলেই কোনও টুর্নামেন্ট ব’ন্ধ করে দেওয়া কোনও স’মা’ধা’ন নয়। বার্ষিক সাধারণ সভার পরে সৌরভ সাংবাদিকদের মুখোমুখি হন।
বোর্ড সভাপতি জানিয়ে দিলেন, “আমাদের দু’র্নী’তি দমন শাখা বেশ শ’ক্তপো’ক্ত। কোন ক্রিকেটারকে গড়াপেটার প্রস্তাব দেওয়া হচ্ছে, এমন অভিযোগে কোনও টুর্নামেন্ট ব’ন্ধ করে দেওয়া ক’ঠি’ন। কেপিএল আপাতত স্থগিত রাখা হচ্ছে। যদি এই দু’র্নী’তি না থামে, তাহলে আমাদের অন্য কিছু ভাবতেই হবে।”