এবার স্ত্রীকে পিয়াজের দুল উপহার দিলেন অক্ষয় কুমার !!
পেঁয়াজের দাম ভারত ও বাংলাদেশ দুই দেশেই আকাশ ছুঁয়েছে। পেঁয়াজ নিয়ে তৈরী হচ্ছে নানা গল্প, নানা মিথ। ব্যবসায়ীরাও এই সুযোগে বিভিন্ন পণ্যের সাথে পেঁয়াজ ফ্রি দিয়ে বাড়িয়ে নিচ্ছেন বিক্রি। তাই বলে স্ত্রীকে কী পেঁয়াজের দুল উপহার দেয়া যায়! হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে। বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার নিজের স্ত্রী টুইঙ্কেল খান্নাকে উপহার দিয়েছেন পেঁয়াজের তৈরী দুইটি দুল।
বলিউড তারকা ও লেখক টুইঙ্কেল খান্না বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পিয়াজের এক জোড়া কানের দুলের ছবি পোস্ট করেছেন। ভালো করে তাকিয়ে দেখলে বোঝা যাবে, সেই দুল জোড়ার নিচে ঝুলছে ‘মহামূল্যবান’ পিয়াজ। টুইঙ্কেল জানিয়েছেন, কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠানে গিয়েছিলেন অক্ষয়। সেখানে করিনা কপূরকে এই পিয়াজের দুল দেখানো হয়। অক্ষয় জানতেন, টুইঙ্কেলের পছন্দ হবে। তাই তিনি তার জন্য নিয়ে আসেন।