এলাকায় ব্যস্ত সময় পার করছেন মাশরাফি, স্থাপন করলেন মডেল মসজিদের ভিত্তি প্রস্তর !!
আগামীকাল ৩ ডিসেম্বর মঙ্গলবার নড়াইল জেলা আওয়ামী লীগের সম্মেলন। দলীয় কোনো পদের দায়িত্বে না থাকলেও এতে যোগ দেবেন নড়াইল-২ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পেতে পারেন গুরুত্বপূর্ণ পদ। এ নিয়ে এলাকায় চলছে জোর আলোচনা।
এখন নিজের নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন তিনি। নির্বাচনী আজ ২ ডিসেম্বর সোমবার সকাল ৭টায় লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং স্থানীয়দের সুখ দুঃখের কথা শোনেন।
এরপর বেলা ১১টায় নড়াইল সরকারি মহিলা কলেজের পাশে জেলা মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। দুপুর ১২টায় নিজের বাড়ির পাশে শৈশবের খেলার মাঠে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন- আইপিডিসি যৌথ উদ্যোগে স্থাপিত জিমনেসিয়াম, দুপুর দেড়টায় লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন এবং আড়াইটায় ইতনা ইউনিয়নের পাংখারচরে শতদল মাধ্যমিক বিদ্যালয়ে বন্যা আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
এরপর আজ বিকেল সাড়ে ৩টায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করবেন। তার সফরসঙ্গী ও জেলা আওয়ামী লীগের সদস্য সৌমেন বসু তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় নড়াইলে পৌঁছান মাশরাফি। এসেই সরাসরি চলে যান মুলিয়ায় উন্নয়ন কাজ পরিদর্শনে। মুলিয়া বাজারের পাশে আফরা নদীতে ব্রিজের নির্মাণ এলাকায় স্থানীয়দের কথা বলেন। সেখান থেকে যান সুলতান মঞ্চ চত্বরে জেলা আওয়া লীগের সম্মেলন মঞ্চ পরিদর্শনে।
এ সময় সেখানে জেলা আ.লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু এবং পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এখানেই মঙ্গলবার দলের জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে এ সম্মেলনকে সামনে রেখে দলের স্থানীয় নেতাকর্মীরা এখন উজ্জীবিত। শহরজুড়ে ব্যাপক সাজসজ্জা, তোরণ, ব্যানার, ফেস্টুন টাঙানো হয়েছে।