এসএ গেমসে চতুর্থ স্বর্ণ জয়ী সেই হুমায়রা !!
সাউথ এশিয়ান (এসএ) গেমসে দ্বিতীয় পদক জিতলেন হুমায়রা আক্তার অন্তরা। তবে এবার আর ব্রোঞ্জ নয়, জিতলেন সোনা। মেয়েদের এটি দ্বিতীয় সোনা। বাংলাদেশের এটি চতুর্থ সোনা।
মঙ্গলবার মেয়েদের কুমিতে অনূর্ধ্ব ৬১ কেজির ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে তৃতীয় সোনার পদক এনে দেন অন্তরা। এর আগে সেমিফাইনালে তিনি ৪-০ পয়েন্টে পাকিস্তানের গুল নাজকে হারিয়ে ফাইনালে আসেন।
আজ মঙ্গলবার এসএ গেমসের তৃতীয় দিনে মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক এনে দিয়েছেন মারজানা আক্তার পিয়া। দিনের প্রথম পদক কারাতেতে পান মোহাম্মদ আল আমিন।