এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেবে ভারত সরকার !!
প্রতি বছর গড়ে চার হাজার ছয়শ কোটি টাকা লোকসান দিচ্ছে ভারতের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। পাশাপাশি মাথার ওপর চেপে বসেছে ঋণের বোঝা। এমন অবস্থায় এয়ার ইন্ডিয়াকে পুরোপুরি বেসরকারি মালিকানায় ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সরকার।
একটি সাক্ষাৎকারে ভারতের অর্থমন্ত্রী সীতারমণ বলেছেন, এয়ার ইন্ডিয়ার লোকসান আর বইতে পারছে না সরকার। আগামী মার্চের মধ্যে এটি পুরোপুরি বেসরকারি মালিকানায় ছেড়ে দেয়া হবে। একই কারণে এয়ার ইন্ডিয়ার পাশাপাশি ভারত পেট্রোলিয়ামও বিক্রি করে দেওয়া হবে।
জানা গেছে, গত বছর সরকার এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার ও ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণ ছাড়তে চাইলে বিনিয়োগকারীদের দিক থেকে সাড়া পাওয়া যায়নি। ২৪ শতাংশ মালিকানা সরকারের হাতে রেখে দেওয়ার বিনিয়োগকারীদের শঙ্কা ছিল এর মাধ্যমে সরকার এতে হস্তক্ষেপ করতে পারে।