এ যাত্রায় বেঁচে যাচ্ছে বাংলাদেশ দল !!
কিছুদিন আগেই ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুইটিতেই ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ দল। ভারত সফর শেষ করে আসা বাংলাদেশ দলের নজর এখন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার একমাত্র টেস্টে।
কেননা আফগানিস্তান যদি এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় তাহলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে নবমস্থানে উঠে আসবে টেস্ট আঙিনাতে নতুন দল আফগানিস্তান। বাংলাদেশ আফগানিস্তানের নিচে নেমে যাবে।
তবে তা হচ্ছে না বলাই চলে। একমাত্র টেস্টে জয়ের পথেই আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১৮৭ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। অন্যদিকে প্রথম ইনিংসে ২৭৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান এখন পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করে। ১৯ রানের লিড নিতে ৭ উইকেট হারিয়েছে তারা। আরো তিনদিন থাকায় জয়ের সুবাস পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এতে করে র্যাঙ্কিংয়ে আপাতত বাংলাদেশকে টপকে যাওয়ার সুযোগ নেই আফগানিস্তানের।