কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি খামেনীর !!
যারা লেফটেন্যান্ট জেনারেল সোলাইমানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে বলে হুঁশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনী।
কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুতে এক শোকবার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সেই সঙ্গে ইরানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন খামেনী।ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বের কুচক্রি ও শয়তানি শক্তিগুলোর বিরুদ্ধে বহু বছর ধরে একনিষ্ঠ ও বীরোচিত যুদ্ধ চালিয়ে গেছেন জেনারেল সোলাইমানি। তার রক্ত ঝরেছে মানবতার সবচেয়ে বড় শত্রু আমেরিকার হাতে।
আয়াতুল্লা খামেনী বলেন, বিগত বছরগুলোতে জেনারেল সোলাইমানি যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার পুরস্কার হিসেবে তিনি শাহাদাতপ্রাপ্ত হয়েছেন এবং তার চলে যাওয়ায় তার রেখে যাওয়া পথ বন্ধ হবে না।ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, শহীদ সোলাইমানি প্রতিরোধ আন্দোলনের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন বলে এ আন্দোলনের নিবেদিতপ্রাণ প্রতিটি কর্মী তার মৃত্যুর প্রতিশোধ নিতে প্রস্তুত রয়েছেন।
কাজেই সব বন্ধু ও শত্রুর জেনে রাখা উচিত জেনারেল সোলাইমানির মৃত্যুর পর দ্বিগুণ উৎসাহে প্রতিরোধ আন্দোলন এগিয়ে যাবে এবং এ আন্দোলনের বিজয় অনিবার্য।