কবরস্থানে প্রেম করছেন তরুণ-তরুণী, ছবি ভাইরাল !!
কবর হল একটি পবিত্র স্থান, এখানে অসামাজিক কর্মকাণ্ড মেনে নেয়া খুব কঠিন। কিন্তু সম্প্রতি আজিমপুর কবরস্থানে কয়েকজন তরুণ-তরুণীকে আপত্তিকর’ অবস্থায় দেখা গেছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে এইসব ছবি ভাইরাল হয়েছে।
ছবিগুলো তোলা হয়েছে কবরস্থানের পাশের কোনো ভবন থেকে। তবে কে তুলেছেন তা জানা যায়নি।এই বিষয়ে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলছেন, ছেলে মেয়েরা ক্রমে বোধ বুদ্ধি হারিয়ে ফেলছে। কবরস্থানের মতো একটি জায়গায় ওরা এসব করে কীভাবে?আরেকজন বলছেন, শিক্ষিত সমাজ আজ ধ্বংসের পথে।
প্রসঙ্গত, ঢাকা শহরে আজিমপুরে অবস্থিত একটি মুসলমান সমাধিস্থল। একে আজিমপুর কবরস্থান হিসেবেও প্রায়শ উল্লেখ করা হয়। সপ্তদশ শতাব্দীতে ঢাকা শহরের পত্তনের সমসময়ে এই গোরস্থানের সূচনা হয়েছিল বলে অনুমান করা হয়। এখানে প্রতিদিন গড়ে ৩০-৩৫টি লাশ দাফন করা হয়।