করোনায় চীনের উহান শহরকে ছাড়িয়ে গেল মুম্বাই !!
ম’হামা’রি করোনা ভা’ইরাসের উৎসস্থল চীনের উহান শহরকে ছাড়িয়ে গেল ভারতের মুম্বাই। ভারতের বাণিজ্যিক এ রাজধানীতে করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন ৫১ হাজার মানুষ। তবে সবচেয়ে বড় হটস্পট ভারতের মহারাষ্ট্রে। এখানে এই ভা’ইরাসে আ’ক্রান্ত প্রায় ৯১ হাজার মানুষ। মারা গেছেন প্রায় ৩ হাজার ৩০০ জন মানুষ।
এর মধ্যে শুধু মুম্বাইতে হয়েছে সাড়ে ১৭শ’র বেশি প্রা’ণহানি। শুরুতে এশিয়ার সবচেয়ে বড় ধারাভি বস্তির মাধ্যমে শহরটিতে করোনা সংক্রমণ বিপজ্জনক রূপ নেয়ার শঙ্কা থাকলেও বস্তিটিতে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। পাশ্ববর্তী পুনে শহরেও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। প্রা’ণহা’নি ও আ’ক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে দিল্লি, তামিলনাড়ু, গুজরাটসহ অন্যান্য রাজ্যে।