করোনার রিপোর্ট পজেটিভ হওয়ায় আত্মগোপনে গেলো যুবক, অতঃপর…
করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হওয়ার খবর পেয়ে ফোন বন্ধ করে আত্মগোপনে আছেন ২৬ বছর বয়সী এক যুবক। ওই যুবকরে বাড়ি মানিকগঞ্জ জেলা শহরের নওখণ্ড এলাকায়। জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, দুদিন আগে তিনি করোনা পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে নমুনা দেন। সেই নমুনা পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়। সেখান থেকে গতকাল রাতে ওই ব্যক্তির রিপোর্ট আসে। করোনা পজিটিভ হওয়ার খবর জানতে পেরে তিনি তার মোবাইল ফোন বন্ধ করে দেন।
সর্বশেষ তাকে মানিকগঞ্জ জেলা শহরের টিনপট্টি এলাকায় দেখা যায়। করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত ওই যুবকের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাকে খুঁজতে মাঠে নেমেছে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা।