করোনায় আ’ক্রান্ত দেশের ৩৮১ পোশাক শ্রমিক – মারা গেছেন ৪ জন !!
দেশে প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসে আ’ক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সব ধরণের পেশার মানুষই করোনায় আ’ক্রান্ত হচ্ছেন। করোনায় আ’ক্রান্ত হচ্ছেন পোশাক শ্রমিকেরাও।দেশে এখন পর্যন্ত তৈরি পোশাক শিল্প খাতের ৩৮১ জন শ্রমিক আ’ক্রান্ত হয়েছেন। এই ভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে মারা গেছেন ৪ শ্রমিক। কারখানা মালিকের অর্থায়নে আ’ক্রান্ত শ্রমিকের চিকিৎসা চলছে।
শিল্প পুলিশের তথ্যমতে, তৈরি পোশাক খাতের ১৫০টি কারখানায় ৩৮১জন পোশাক শ্রমিক করোনায় আ’ক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০২ জন শ্রমিক আর মারা গেছেন ৪ জন।বিজিএমইএ’র ৬৫টি কারখানায় করোনা আ’ক্রান্ত রোগীর সংখ্যা ২১৪ জন, সুস্থ হয়েছেন ৭৭ জন আর মারা গেছেন ৪ জন।
বিকেএমইএ’র ৩১টি কারখানায় ৯৩ জন আ’ক্রান্ত, সুস্থ হয়েছেন ৭০ জন।বিটিএমএ’র ৩টি কারখানায় ৪ জন আ’ক্রান্তেরর মধ্যে সুস্থ হয়েছেন দু’জন। বেপজার ৫১টি কারখানায় ৭০ জন আ’ক্রান্ত, এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২ জন।