করোনায় আ’ক্রান্ত সশস্ত্র বাহিনীর ৪ হাজারের বেশি সেনা !!
প্রা’ণঘা’তী করোনা ভা’ইরাসে সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন সদস্য আ’ক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আজ শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।
আইএসপিআর জানায়, শুধু গত সপ্তাহেই সশস্ত্রবাহিনী ও তাদের পরিবারের ৭১৩ জন সদস্য কোভিড-১৯ এ আ’ক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন আটজন। মৃত্যুবরণকারী সবাই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য।
এদিকে শনিবার (২০ জুন) সকাল ১০টায় করোনাভা’ইরাসে (কোভিড-১৯) আ’ক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী।