করোনায় ইতালিতে আরো এক বাংলাদেশি প্রবাসীর মৃ’ত্যু !!
ক’রো’নায় ইতালিতে আরো একজন বাংলাদেশির প্রাণ গেল। আজ মঙ্গলবার ইতালি মিলান শহরে মানজাগাল্লি হাসপাতালে লোকমান হাওলাদার নামে এক বাংলাদেশি ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়ে মৃ’ত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃ’ত্যু’কালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৩০ বছর। তাঁর দেশের বাড়ি মাদারীপুর জেলা সদর, কালিকাপুর ইউনিয়ন,পূর্ব চরনোচনা গ্রামে। তাঁর বাবার নাম কালাচান হাওলাদার।দেশে তাঁর স্ত্রী ও একটি সন্তান রয়েছে। তাঁর মৃ’ত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। যদিও মরহুমের রেসিডেন্স ইতালির নাপোলি শহরে।
এ ব্যাপারে মিলান কমিউনিটি নেতা আকরাম হোসেনের সঙ্গে আলাপ হলে তিনি বিষয়টি জেনেছেন এবং মর্মাহত। ইতালিতে এ পর্যন্ত ১০ বাংলাদেশি ক’রো’নায় আক্রান্ত হয়ে মৃ’ত্যু’বরণের খবর জানা গেছে।