করোনায় এক মাস পর স্বস্থির খবর স্পেনে !!
প্রা’ণঘা’তী করোনভা’ইরাসে বিশ্বের বেশ কয়েকটি দেশ মৃ’ত্যুপুরীতে পরিণত হয়। তাদের মধ্যে একটি হচ্ছে ইউরোপের দেশ স্পেন। মহাদেশটিতে গত এক মাস তাণ্ডব চালিয়েছে করোনাভা’ইরাস। গত কয়েকদিন ধরে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করেছে।
করোনায় রীতিমত মৃ’ত্যুপুরীতে পরিণত হয় স্পেন। তবে আশার খবর হল গত এক মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় স্পেনে সবচেয়ে কম প্রা’ণহানি ঘটেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মা’রা গেছেন ৩৬৭ জন। যা কিনা সর্বনিম্ন।এর আগের দিন দেশোটিতে করোনায় মা’রা যায় ৪৪০ জন। এ নিয়ে স্পেনে করোনায় মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫২৪ জনে। মৃ’তের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় আ’ক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে।
দেশটিতে নতুন করে করোনায় আ’ক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪০ জন। স্পেনে এখন পর্যন্ত করোনায় আ’ক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন। স্পেনের জরুরি স্বাস্থ্য সমন্বয়ক ফার্নান্দো সিমন বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, প্রা’ণহানির এই নিম্নমুখী ধারা আগামী দিনে আরও কমে আসবে। তবে এই ধারা আমরা বিধি-নিষেধ কীভাবে মেনে চলছি সেটির ওপর নির্ভর করবে।’