করোনায় গত ২৪ ঘন্টায় মারা যাওয়া সবাই ঢাকার !!
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভা’ইরাসে আরও ৫০৩ জন আ’ক্রান্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এ নিয়ে দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৮৯ জনে। মোট মৃত্যুর সংখ্যাও বেড়ে হলো ১৩১ জন।
এই সময়ে মারা যাওয়া চার জনই পুরুষ এবং তারা সবাই ঢাকার। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভা’ইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৫০৩ জনের শরীরে করোনা ভা’ইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে আরও চারজন সুস্থ হয়েছে। এনিয়ে মোট সুস্থ হল ১১২ জন।
সূত্রঃ বিডি২৪লাইভ