করোনায় দেশে গত ২৪ ঘন্টায় ১০ জন মা’রা গেছে, আ’ক্রান্ত বহুজন !!
দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৪১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মা’রা গেছে আরো ১০ জন। দেশের করোনা ইতিহাসে এটাই সর্বচ্চ আ’ক্রান্ত রোগীর সংখ্যা। এনিয়ে মোট আ’ক্রান্ত রোগীর সংখ্যা ১৫৭২ জন। এবং মা’রা গেছে মোট ৬০ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ২০১৫ টি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে করোনা ভা’ইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা ।
বিশ্ব পরিস্থিতি: করোনাভা’ইরাসে বিশ্বজুড়ে আবারও রেকর্ড প্রা’ণহা’নি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় এই প্রাণঘাতী ভা’ইরাসে মা’রা গেছে প্রায় ৮ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে আ’ক্রান্তের সংখ্যাটাও পূর্বের সব রেকর্ড ছাড়িয়েছে। প্রায় ৮৫ হাজার মানুষ এই ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আ’ক্রান্ত হয়েছে। এর মাঝে, হটস্পট যুক্তরাষ্ট্রেই একদিনে প্রাণ হারান ২৪০০ এরও বেশি মানুষ; আ’ক্রান্ত ৩০ হাজারের বেশি।
মাঝে কিছুটা কমলেও, একদিনে রেকর্ড প্রা’ণহা’নি দেখলো ফ্রান্স। ইউরোপের দেশটিতে বুধবারই মা’রা গেছে দেড় হাজারের মতো মানুষ; নতুনভাবে সংক্রমিত সাড়ে ৪ হাজার। ইতালি-স্পেন আর জার্মানিতেও একদিনে ছিলো ১৩শ’র মতো মৃ’ত্যু। বিশ্বজুড়ে করোনাভা’ইরাসে প্রাণ হা’রালেন ১ লাখ ৩৪ হাজারের বেশি। আ’ক্রান্ত ২১ লাখের কাছাকাছি।