করোনায় মৃ’ত্যুর তথ্য জানানো হবে যেভাবে !!
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭০৬ জন করোনাভা’ইরাসে আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আ’ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে। এতদিন আ’ক্রান্তদের পাশাপাশি করোনায় মৃতের সংখ্যা জানিয়ে আসছিল স্বাস্থ্য অধিদফতর।
তবে আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে করোনাভা’ইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে মৃতের খবর জানানো হয়নি। তবে তা আজই আজই তা প্রেস রিলিজে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৮৬৭টি। এই নমুনা পরীক্ষা করে ৭০৬ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১২ হাজার ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।’নতুন শনাক্ত ও সুস্থ রোগীর সংখ্যা বলার পর তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব।’
সূত্র- বিডি২৪রিপোর্ট