করোনায় সাভারে আ’ক্রান্ত ৮ জনের ৭ জনই পোশাক শ্রমিক !!
সাভারে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮ জন করোনাভা’ইরাসে আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে করোনায় আ’ক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।
নতুন আ’ক্রান্ত ৮ জনের ৭ জনই পোশাক শ্রমিক। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু। তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় ৮ জনের দেহে করোনার উপস্থিত পাওয়া যায়।
তিনি আরো বলেন, এই ৮ জনের সাতজনই সাভারের উলাইলের তিন পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। আর এক জন ধামরাইয়ের বাসিন্দা। আ’ক্রান্তদের ঢাকার মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।