করোনায় সুস্থ হলেন আরো ১৪৫ পুলিশ সদস্য !!
করোনায় আ’ক্রান্ত আরো ১৪৫ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত ৪৩০ পুলিশ করোনা থেকে সুস্থ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা।
তিনি বলেন, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চিকিৎসা প্রটোকল অনুযায়ী ১৪৫ পুলিশ সদস্যের পরপর দুইবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুইবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনা আ’ক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।গত ২৪ ঘণ্টায় করোনায় আ’ক্রান্ত হয়েছেন আরো ১২৮ পুলিশ সদস্য। সবমিলিয়ে করোনায় আ’ক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৯ পুলিশ সদস্য। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৯ পুলিশ সদস্য।