করোনায় সুস্থ হলেন আরো ২৪৩ পুলিশ সদস্য !!
করোনাভা’ইরাস মোকাবিলায় দেশ ও মানুষের জন্য কাজ করতে গিয়ে এই ভা’ইরাসে আ’ক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। করোনায় আ’ক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
তবে সুচিকিৎসা নিশ্চিত হওয়ার ফলে একইসঙ্গে বাড়ছে সুস্থতার সংখ্যাও। নতুন করে আরো ২৪৩ পুলিশ সদস্য করোনামুক্ত হয়েছেন। এখন পর্যন্ত ১ হাজার ৫২৩ জন পুলিশ সদস্য করোনামুক্ত হয়েছেন।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু জানান, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ২৪৩ পুলিশ সদস্যদের পরপর দুই বার করোনা টেস্ট করা হয়। টেস্টে দুবারই করোনা নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।হাসপাতাল ত্যাগ করার সময় সবাইকে ফুল ও মাস্ক দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি।