করোনায় স্বেচ্ছাসেবীর স্প্রে মেশিনে মিলল ফেনসিডিল, অতঃপর…
যশোরের চৌগাছায় করোনাভা’ইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবী সেজে জীবাণুনাশক স্প্রে মেশিন নিয়ে ঘুরছিলেন সোহেল নামে এক যুবক। কিন্তু তার মেশিনের মধ্যে মিলল ২৫ বোতল ফেনসিডিল।
শনিবার দুপুরে চৌগাছা উপজেলা বাদেখানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা ঝিকরগাছা উপজেলার জয়রামপুর গ্রামের ইমামুল হোসেনের ছেলে।চৌগাছা থানা পুলিশ ও স্থানীয়রা জানান, করোনাভা’ইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে পুলিশ সদস্যরা উপজেলার বাদেখানপুর গ্রাম এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা সোহেল রানাকে স্প্রে মেশিন নিয়ে যেতে দেখেন।
কিন্তু তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে এবং তার স্প্রে মেশিনটি তল্লাশি করা হয়। এ সময় স্প্রে মেশিনটির ভেতরে ২৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান, করোনাভা’ইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন সংগঠন উপজেলায় স্প্রে মেশিনের মাধ্যমে জীবাণুনাশক ছিটাচ্ছে। এই সুযোগটি কাজে লাগিয়ে স্প্রে মেশিনের ভেতর ফেনসিডিল পাচার করা হচ্ছিল। এই অবস্থায় তাকে আটক করেছে পুলিশ।