করোনা উপসর্গ নিয়ে আবারও হাসপাতাল থেকে পালাল ভর্তি ২ রোগী !!
করোনা ভা’ইরাস শনাক্ত হওয়ার আ’তঙ্কে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ছেড়ে পালিয়েছেন দুইজন রোগী। শনিবার রাতে কর্তৃপক্ষের অনুমতি বা ছাড়পত্র না নিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যান তারা।
হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই ধরনের উপসর্গ থাকা রোগীদের জন্য নির্ধারিত আলাদা ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিলো। তবে চিকিৎসা শেষের আগেই শনিবার রাতে কর্তৃপক্ষের ছাড়পত্র না নিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যান তারা।
এদিকে, রামেক হাসপাতালে করোনা আ’ক্রান্ত সন্দেহে একজন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসা সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. আজিজুল হক আজাদ। রামেক হাসপাতালে নিয়মিত ব্রিফিংয়ে রবিবার এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসাধীন সন্দেহভাজন রোগী একজন নার্স। তাকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থাপিত করোনা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার তার পরীক্ষা করে ফলাফল ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।