করোনা ঝুঁকি নিয়ে বাংলাদেশে বিশেষ যে বিজ্ঞপ্তি দিল যুক্তরাষ্ট্র !!
করোনা ভাইরাস এখন বিশ্ব ব্যাপী সমস্যা। চীনে বর্তমানে এর আ’শঙ্কা কমলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রতিদিন রেকর্ড সংখ্যক বাড়ছে আ’ক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চীনের বাইরেই আ’ক্রান্ত দেশ ও রাজধানীর সংখ্যা বেড়েছে ৯ গুণ। বিশ্বব্যাপী মৃ’তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই।
এছাড়াও প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তানেও দেখা দিয়েছে করোনাভাইরাসের প্রকোপ। বিশেষজ্ঞদের ধারনা অচিরেই বাংলাদেশে আসতে যাচ্ছে মরনঘাতী এই ভাইরাস। বাংলাদেশ করোনা ভাইরাস নিয়ে উচ্চঝুঁকিতে রয়েছে বলেও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশসহ মোট ২৫টি দেশ করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে। যে কোন সময় বাংলাদেশে আসতে যাচ্ছে মরনঘাতী এই ভাইরাস।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউএসএআইডির সংক্রামক রোগবিষয়ক জরুরি রিজার্ভ তহবিল থেকে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ২৫টি দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলার অর্থায়নের অঙ্গীকার ঘোষণা করেছে মার্কিন সরকার।